সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি, স্কুলে যাওয়া বন্ধ!

প্রতারণা মামলা করার জের

আমতলী প্রতিনিধি

প্রতারণার অভিযোগে মামলা করে বিপাকে পড়েছে বরগুনার আমতলী উপজেলার এক স্কুলছাত্রী। মামলা তুলে না নিলে তাকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছে বিবাদীরা। ভয়ে স্কুলে যেতে পারছে না সে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার আঠারোগাছিয়া গ্রামের ওই ছাত্রীকে একই গ্রামের আলমগীর পাহলানের ছেলে মামুন স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ১৫ নভেম্বর স্কুলে যাওয়ার পথে মামুন, বাবুল ও নুরুল মেয়েটিকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে সামাজিকভাবে মামুনের সঙ্গে মেয়েটির বিয়ের সিদ্ধান্ত হয়। পরে বিয়ে নিয়ে ছেলের বাবা টালবাহানা করতে থাকে। একপর্যায়ে মেয়ের বাবা গত ১৩ জুলাই আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে আমতলী থানা পুলিশকে তদন্ত করে ৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা করে বিপাকে পড়েছে মেয়েটি। মামলা তুলে না নিলে তাকে এসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দিচ্ছে। ভয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। স্কুলে যাওয়া বন্ধ রেখেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভুক্তভোগী ছাত্রী অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি। বর্তমানে স্কুলে আসছে না। অভিযুক্ত মামুনের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মামলা তদন্তকারী কর্মকর্তা আবুল বাসার জানান, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

সর্বশেষ খবর