সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

টানা বর্ষণে বিলাইছড়ির পাঁচ স্কুলে শিক্ষা কার্যক্রম বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

সাম্প্রতিক পাহাড়ধস ও বন্যায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের পাঁচটি স্কুলে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্কুলগুলো হলো— উলুছড়ি, চাইন্দ্যা, যমুনাছড়ি, তক্তানালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওড়াছড়ি উত্তরপাড়া কেন্দ্র। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এ পাঁচটি বিদ্যালয়ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটিতে মাঝে মাঝে খোলা আকাশের নিচে পাঠদান হলেও বৃষ্টি এলে বন্ধ রাখতে হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা জানান, প্রবল বর্ষণে ১৩ জুন পাহাড় ধসসহ সাম্প্রতিক বন্যায় বিদ্যালয় পাঁচটি ক্ষতিগ্রস্ত হয়। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই সব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। দ্রুত মেরামত ও পুনঃনির্মাণ করা না হলে এ সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন হবে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় বিদ্যালয়ভবন পুনর্নির্মাণের জন্য ১৬ বান্ডিল রঙিন ঢেউটিন ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রায় দেড় মাসেও সচল হয়নি এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম।

সর্বশেষ খবর