সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনসিডিল দিয়ে ফাঁসানোর সময় পুলিশকে পিটুনি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মতিন মিয়া নামে এক ব্যক্তিকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার সময় তিন পুলিশ সদস্য ও এক সোর্সকে পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। ফুলবাড়ী ও নাগেশ্বরী থেকে অতিরিক্ত পুলিশ এসে তিন ঘণ্টা পর উদ্ধার করে তাদের। শনিবার রাত ১০টায় উপজেলার কাশিপুরের বেড়াকুটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— এএসআই মুনির হোসেন, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, উদয় চন্দ্র ও  সোর্স রনজু। স্থানীয়রা জানান, রাতে সোর্সসহ পুলিশের দলটি সিভিল পোশাকে ওই বাজারে আসেন। বাজারের পাশের মনছুর আলীর ছেলে মতিনকে ডেকে দুই বোতল ফেনসিডিল তার পকেটে ঢুকিয়ে দেন। পরে হাতকরা পরিয়ে নিয়ে যেতে চাইলে চিৎকার শুরু করে মতিন। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশ সদস্যদের পিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন জানান, পুলিশ ও জনতার মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর