মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মাগুরায় বিএনপি-জামায়াতের ২২ জনের নামে চার্জ গঠন

পেট্রলবোমায় ৫ শ্রমিক নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরার চাঞ্চল্যকর পেট্রলবোমা হামলা মামলায় গতকাল জেলা জজ আদালতে চার্জ গঠন হয়েছে। অভিযুক্ত করা হয়েছে মাগুরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ ২২ জনকে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে শুনানি শেষে এ চার্জ গঠিত হয়। ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ওই পেট্রলবোমা হামলায় পাঁচ বালুশ্রমিক নিহত ও চারজন গুরুতর জখম হয়েছিলেন। চার্জভুক্ত অন্য আসামিরা হলেন— মনোয়ার হেসেন খান, মুস্তারাশেদ বাকের, অধ্যাপক ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, আব্দুর রহিম, কিজিল খান, অ্যাড. মিজানুর রহমান, রবিউল ইসলাম নয়ন, আবু তাহের সবুজ, জালাল মোল্যা, মাহাবুব হোসেন মাহাবুব, আল আমীন, জাকারিয়া হোসেন, বাদশা মিয়া, বাশি মিয়া, মো. এরশাদ, অ্যাড. অহিদুর রহমান সজল ও হিট্টু বিশ্বাস।  রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, ২০ দলের অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রল বোমা হামলা করে আসামিরা। এ সময় ট্রাকচালক, হেলপারসহ ৯ শ্রমিক দগ্ধ হন। ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান, মতিন, শাহিন ও শাকিল। এ ঘটনায় পরদিন পুলিশ মাগুরা সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পরে মামলা তদন্তের জন্য ডিবিতে পাঠানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী ২১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

সর্বশেষ খবর