মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় চারজনসহ বিভিন্ন স্থানে নিহত ৮

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় চারজনসহ বিভিন্ন স্থানে নিহত ৮

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত ও আহত হয়েছেন ১৩ জন। এছাড়া রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : শেরপুর উপজেলায় যাত্রীবাস ও ভুট্টাবোঝাই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ যাত্রী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের হাসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। রাজশাহী : গোদাগাড়ী উপজেলার কামারপাড়ায় গতকাল সড়ক দুর্ঘটনায় মিঠু (৩০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রংপুর : বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে নগরীর দমদমা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (৩০) রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম : পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিংয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালক মহিউদ্দিন (২৫) নিহত হয়েছেন। মহিউদ্দিনের বাড়ি বাঁশখালীর কালীপুর এলাকায়। বাগেরহাট : বিসিক শিল্পনগরী এলাকায় গতকাল মালবোঝাই ট্রলির চাপায় পথচারী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়সাল মিনা (৭)। সে বাগেরহাট বিসিক শিল্পনগরী এলাকার রিগান মিনার ছেলে।

সর্বশেষ খবর