মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তিনটি হত্যা মামলায় চারজনের ফাঁসি যাবজ্জীবন ৮

পিরোজপুর ও শেরপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের ফিরোজ মাঝি হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান গতকাল এ আদেশ দেন। ফাঁসির আসামিরা হলেন— সাহিনুর রহমান শানু, রেজাউল খা ও মিজান বেপারী। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রেক্সনা বেগম, নিজাম আকন, সুমন সেখ, ওমর ফারুক মিঠু, মামুন মাতুব্বর, লিমন তালুকদার ও মো. রাসেলকে। সাজাপ্রাপ্ত সবার বাড়ি কালিকাঠী এলাকায়। এদিকে শেরপুরে শ্যালিকাকে হত্যার দায়ে ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রণজিত চন্দ্র (৪৬) ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ধোপাগেছেন গ্রামের কেশব চন্দ্রের ছেলে। শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোছলেহ্ উদ্দিন গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে রণজিত দা দিয়ে কুপিয়ে শ্যালিকা চানবালা রানীকে (৩৩) হত্যা করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা হয়। একই আদালত কৃষক নিজাম উদ্দিন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সর্বশেষ খবর