মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাগেরহাটে বন্দুকযুদ্ধে একজন নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাটে র‍্যাব-৬-এর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪৫) ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। র‍্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে যায়। ডাকাতি প্রতিরোধে মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট অংশে চেকপোস্ট বসানো হয়। রবিবার রাতে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দাঁড়াতে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু তারা না দাঁড়িয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একটি মোটর-সাইকেলের পেছন থেকে একজন আরোহী রাস্তায় পড়ে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে ওই র‍্যাব কর্মকর্তা ধারণা করছেন। এদিকে নিহত নড়াইল জেলার কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের নুরুল হক শিকদারের ছেলে হোসাইন শিকদার ওরফে লিপটন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় র‍্যাব মোল্লাহাট থানায় দুটি মামলা করেছে।

সর্বশেষ খবর