মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাঁধভাঙা উৎসবে মাতোয়ারা বিলুপ্ত ছিটমহলবাসী

প্রতিদিন ডেস্ক

বাঁধভাঙা উৎসবে মাতোয়ারা বিলুপ্ত ছিটমহলবাসী

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি আজ। দিনটি স্মরণীয় করে রাখতে গত রাত থেকে ভোর এবং সকাল থেকে দিনভর নানা কর্মসূচি নিয়ে উৎসবে মেতেছেন বিলুপ্ত ছিটমহলবাসী। তারা রাতভর করেছেন মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে আলোর মিছিল। আজ দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিলুপ্ত হয় দুই দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল। ছিটবাসীর ৬৮ বছরের বন্দী জীবনের অবসান হয় এই মাহেন্দ্রক্ষণে। এর ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হন ১১১টি ছিটের ৪১ হাজার ৪৪৯ জন, যারা বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হন। এরপর ছিটবাসীর জীবনমান উন্নয়নে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারের নেওয়া নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উৎসব সম্পর্কে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, ছিট বিনিময়ের দুই বছর পূর্তিতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালির হাট বাজারে গত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বালন করে বাঁধভাঙা উৎসবে মাতেন নারী-পুরুষ ও শিশুরা। তারা আলোর মিছিল নিয়ে বাদ্য-বাজনা বাজিয়ে সড়ক ও পাড়া-মহল্লার পথ প্রদক্ষিণ করেন। একই কর্মসূচি পালিত হয়েছে কুড়িগ্রামের ১২, লালমনিরহাটের ৫৯, পঞ্চগড়ের ৩৬ ও নীলফামারী  জেলার ৪টি বিলুপ্ত ছিটমহলে। আজ দিনব্যাপী রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা গত রাত থেকে নানা কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ খবর