বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

৯ দিন পর পোস্ট মাস্টারের গলিত লাশ উদ্ধার

বান্দরবানে পাহাড়ধস

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

রুমা-বান্দরবান সড়কের দলিয়ানপাড়ায় ২৩ জুলাই পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ পাওয়া গেছে। দলিয়ানপাড়ার পাশোর ঝিরি থেকে উদ্ধার করা লাশটি রুমা উপজেলার পোস্ট মাস্টার রবিউল আলমের বলে চিহ্নিত করেছেন তার ছেলে শামীম রেজা। সোমবার পুলিশ মরদেহ উদ্ধার করলেও গতকাল ছেলে কুমিল্লা থেকে এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। শামীম রেজা জানান, ঘটনার ৯ দিনেও তার বাবার লাশ না পাওয়ায় গত শুক্রবার তারা গায়েবানা জানাজা আদায় ও ধর্মীয় অন্যান্য আচার সম্পাদন করেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হলেও বসবাস করেন কুমিল্লার রাজগঞ্জে। ঘটনার পর ২৩ জুলাই শামীমসহ চারজন বান্দরবানে লাশের সন্ধানে এলেও গত বৃহস্পতিবার তারা লাশ না পেয়ে ফিরে যান। রোয়াংছড়ি থানার এসআই মনির হোসেন বলেন, লাশটি শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২৩ জুলাই পাহাড়ধসের এই ঘটনায় নিখোঁজ রুমা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুন্নি বড়ুয়ার লাশ ২৪ জুলাই বাঁশখালীর সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ির বেতছড়ায় সাঙ্গুর চর থেকে মাটিচাপা উদ্ধার করা হয় রুমার কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দীর লাশ। সবশেষ শুক্রবার উদ্ধার হয় পোস্ট মাস্টার রবিউল আলমের মরদেহ। পাহাড়ধসের এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছের রুমা উপজেলার সিংমেচিং মার্মা।

সর্বশেষ খবর