বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জামালপুরে ৩৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

জামালপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রচেষ্টায় জামালপুরের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হলো আরও ৩৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের অনুমোদন দেন।

জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে একনেকে পাশ হওয়া এই প্রকল্পের অধীনে জামালপুর-ধানুয়া, কামালপুর-রৌমারী সড়কের ৫৮ কিলোমিটার সড়ক নির্মাণ হবে। এছাড়া এক কিলোমিটার কামালপুর পোর্ট লিংক নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবান হলে বকশীগঞ্জ, কামালপুর, পাথরের চর ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে। এছাড়া কামালপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহজতর হবে।

সর্বশেষ খবর