বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সুয়াপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে গতকাল থেমে থেমে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের ২০ জন। আহতদের ধামরাই সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা যায়, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন মোটর চালক লীগের নতুন কমিটি গঠনের পর সম্প্রতি সুয়াপুর বাজারে একটি অফিস উদ্বোধন করেন এমপি এমএ মালেক। এরপর ইউনিয়ন মোটর চালক লীগের সভাপতি আবুল হোসেনসহ কমিটির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপির ছবি সংবলিত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে ব্যানার টাঙান। সোমবার রাতে কে বা কারা ১০টি ব্যানার ছিঁড়ে ফেলে। এ জন্য মোটর চালক লীগের লোকজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের সমর্থকদের সন্দেহ করে। এ নিয়ে মঙ্গলবার দিনভর চলে উত্তেজনা। সন্ধ্যার পর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছিল। চালক লীগের সভাপতি জানান, ইউপি চেয়ারম্যানের সমর্থকরাই ব্যানারগুলো ছিঁড়েছে। তবে অভিযুক্ত পাপ্পু ব্যানার ছেঁড়ার কথা অস্বীকার করেছেন। ধামরাই থানার এসআই দিপঙ্কর রায় জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর