বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায়পুরায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ আহত, অস্ত্র লুট

কক্সবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি

নরসিংদী ও কক্সবাজার প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর সংঘর্ষে ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় লুট করা হয় পুলিশের অস্ত্র। ভাঙচুর করে গাড়ি। কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চলাকালে পুলিশের টহল দল লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় ২৪ হাজার ইয়াবা বড়িসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার শুঁটকিকান্দি ও গোপিনাথপুর ফেরিঘাট এলাকায় ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০টার দিকে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় গাঁজা বিক্রেতা সন্দেহে মোহন ও মিজানকে আটক করে পুলিশ ভ্যানে তুলেন এবং অভিযান অব্যাহত রাখেন। এরই মধ্যে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন ডিবির উপ-পরিদর্শক খোকন চন্দ্র, পুলিশ সদস্য শামসুল হক ও মেহেদী, মাইক্রোচালক শীতল। খবর পেয়ে জেলা সদর ও রায়পুরা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধার করা হয় লুণ্ঠিত অস্ত্র-গুলিও। ডিবি পুলিশের ওসি সাইদুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে সামসুলের অবস্থা একটু বেশি খারাপ। তার মাথায় সাতটি সেলাই লেগেছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। এদিকে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হকের নেতৃত্বে গতকাল ভোর রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হ্নীলা পানখালী এলাকায় পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশও আত্মরক্ষার্থে ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এরা হলেন— হোছন আহম্মদ, লুত্ফর রহমান সুমন ও আলী আহম্মদ। অপরদিকে পুলিশের অভিযানে হ্নীলা ফুলের ডেইল এলাকার ইউপি সদস্য শামসুল আলম বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রীক গ্রেফতার করে।

সর্বশেষ খবর