শিরোনাম
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কুয়াকাটা রক্ষাবাঁধ হুমকির মুখে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা রক্ষাবাঁধ হুমকির মুখে

সাগরের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা রক্ষাবাঁধ —বাংলাদেশ প্রতিদিন

সমুদ্রের ঢেউয়ে কুয়াকাটা রক্ষার প্রধান বাঁধটি হুমকির মুখে পড়েছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের ৪৮ নম্বর পোল্ডারের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি অংশ। প্রতিদিন জোয়ারের পানির তোড়ে বাঁধের সিসি ব্লক সরে যাচ্ছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষার চেষ্টা কারলেও তা কাজে আসছে না বলে স্থানীয়দের অভিযোগ। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিডরের পর দরপত্র আহ্বান করে ভাঙন রোধে বাঁধের খাজুরা-মাঝিবাড়ি ও মিরাবাড়ি পয়েন্টে সিসি ব্লক ফেলা হয়। বর্তমানে ওই সিসি ব্লক ঢেউয়ের আঘাতে একের পার এক সরে যাচ্ছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, কুয়াকাটা বিচ রক্ষা প্রকল্পের কাজের পরিকল্পনা চলছে। কবে নাগাদ এ কাজ শুরু হবে জানাতে পারেননি তিনি।

সর্বশেষ খবর