শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হোস্টেলের ছাদের কার্নিসধস আতঙ্কে ২০ শিক্ষার্থী অজ্ঞান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ হোস্টেলের দোতলার ছাদের কার্নিস ধসে পড়েছে। এ সময় আতঙ্কিত হয়ে দোতলা থেকে নামতে গিয়ে ২০ ছাত্রী জ্ঞান হারান। হোস্টেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন তাদের সদর হাসপাতালে ভর্তি করেন। হোস্টেলের অন্য শিক্ষার্থীরা জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দ্বিতীয় তলার ছাদের বাইরের দিকের কিছু অংশ ধসে পড়ে। শব্দ শুনে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নামার সময় ভয়ে প্রায় ২০ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হোস্টেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন শিক্ষার্থীদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান। জেলা প্রশাসক রাতেই হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যান ও ভালোভাবে চিকিৎসা দিতে বলেন ডাক্তারদের। হোস্টেল সুপার প্রভাষক আবদুস সালাম জানান, হঠাৎ হোস্টেলের বাইরের কার্নিস ধসে পড়লে শিক্ষার্থীরা ভয়ে হুড়াহুড়ি শুরু করায় এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক তোজাম্মেল হক জানান, শিক্ষার্থীরা কেউ আহত হননি। আতঙ্কে অনেক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান সরকার জানান, বৃষ্টিতে ভিজে হোস্টেল রুমের বাইরের একটি কার্নিস ভেঙে পড়েছে।

সর্বশেষ খবর