শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি, দুই কসাই জেলে

৫০ জনকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ায় কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। একই সঙ্গে এই মাংস স্পর্শ করেছেন এমন ৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, ৩০ জুলাই বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের কসাই আনোয়ার ও শরিফুল কুকুরে কামড়ানো একটি গরু জবাই করে মাংস বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। স্বাস্থ্য কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এই মাংস রান্না করেছেন, খেয়েছেন এবং স্পর্শ করেছেন এমন ৫০ জনের তালিকা তৈরি করা হয়। এ ব্যাপারে ওই গ্রামের পাশেই করিমপুর কমিউনিটি ক্লিনিকে অস্থায়ী পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। বাঘারপাড়া থানার ওসি জানান, ওই দুই কসাইয়ের কাছ থেকে কেনা মাংস না খাওয়ার জন্য এবং যারা ওই মাংস ফ্রিজে রেখেছেন তা নষ্ট করে ফেলার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানানা,  শ্রীপুর উপজেলায় মরা গরু জবাই ও মাংস বিক্রি চেষ্টার দৃশ্য ছড়িয়ে দেওয়ায় যুবককে ক্ষুরাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে বরমী বাজারে এ ঘটনা ঘটে। আহত তোফায়েল আহমেদকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আল আমীন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঠানটেক গ্রামের শুক্কুর আলীর একটি গরু জলাতঙ্ক আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা যায়। বরমী বাজারের মাংস ব্যবসায়ী মোক্তার, রুবেল, কাদির ও শহিদ চামড়া সংগ্রহের কথা বলে ২ হাজার টাকায় মৃত গরুটি কেনেন। পরে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আহত যুবক জানান, এ ঘটনার দৃশ্য মুঠোফোনে ধারণ করে।

সর্বশেষ খবর