শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে, প্রাণ গেল দুজনের

বিভিন্ন স্থানে আরও ৮

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাড়িতে ঢুকে পড়ে যাত্রীবাহী বাস। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুজন মারা যায়। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও আটজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— সাতক্ষীরার পাটকেলঘাটার ভৈরব নগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আছিয়া পারভীন (১০) নামে এক শিশু ও গুরদাসী (৫০) নামে একজন ওই বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের মধ্যে থাকা ৯ যাত্রী। অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় লাইলি বেগম নামে এক নারী নিহত হন। আহত হন তার স্বামী নুর ইসলাম। তাদের বাড়ি উপজেলার হরিনগরে। দিনাজপুর : জেলার ঘোড়াঘাট উপজেলায় গতকাল ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বগুড়া : কাহালু উপজেলার বিবিরপুকুরের কাছে ট্রাকের ধাক্কায় বিকল হয়ে পড়ে থাকা ট্রাকের চালক আ. রাজ্জাক (২৮) নিহত হয়েছে। নিহত আ. রাজ্জাক বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের মৃত মোস্তাফার ছেলে।  লালমনিরহাট : বৃহস্পতিবার রাতে পাটগ্রামের মেছেরঘাট এলাকায় গরু বহনকারী ভটভটি উল্টে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির নিহত হয়েছে। অপরদিকে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় বাসের চাপায় আলিফ হোসেন (৮) নামে এক শিশুর নিহত হয়েছে। সিলেট : সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন পূর্বখোলা নামক স্থানে গতকাল কুলাউড়াগামী একটি যাত্রীবাহী বাস উল্টে জুয়েল আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নানু মিয়ার ছেলে। চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ান হাট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ফরিদ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। ফরিদ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার বাসিন্দা। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার নিহত ও চালক আহত হয়েছে। স্থানীয়রা ট্রাক চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।

সর্বশেষ খবর