শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

১০ বছর খোলা আকাশের নিচে শিকলবন্দী যুবক

দিনাজপুর প্রতিনিধি

মানসিকভাবে অসুস্থ যুবক চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় প্রায় ১০ বছর ধরে বাড়ির বাইরে গাছের সঙ্গে শিকলে বেঁধে রেখেছে পরিবার। খোলা আকাশের নিচে ঝড়-বৃষ্টি, শীত-গরমকে সঙ্গী করে কাটছে তার জীবন। ঘটনাটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় হরিপুর পূর্ব ম্যাড়েয়া গ্রামের। দেখা যায়, বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে বিবস্ত্র অবস্থায় দুই চোখ বন্ধ করে মাটিতে পড়ে রয়েছে আজাদ আলী (৩৫)। এ অবস্থায়ই চলে আহার-নিদ্রা। প্রাকৃতিক কাজও সারেন সেখানে। বাবা-ভাইয়েরা তার কাছে প্রতিদিন খাবার পৌঁছে দেয়। জানা যায়, ওই গ্রামের কৃষক আফতাব উদ্দিনের সাত ছেলে-মেয়ের মধ্যে ষষ্ঠ আজাদ আলী। সুস্থ, স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠেন তিনি। ২০০৭ সালে বিয়েও করেন। কিছুদিনের মধ্যে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেলে আজাদের মধ্যে মানসিক অসুস্থতা প্রকটভাবে দেখা দেয়। আজাদের বড় ভাই আব্বাস বলেন, ‘প্রায় এক যুগ থেকে সে অসুস্থ। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কাজ হয়নি। এখন আশা ছেড়ে দিয়েছি।’ তার দাবি ছাড়া পেলে আজাদ মানুষের উপর চড়াও হয়। কাপড় পরিয়ে দিলে টেনে-হিঁচড়ে ছিড়ে ফেলে’।

সর্বশেষ খবর