শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিরল রোগে আক্রান্ত শিশু পল্লব

নওগাঁ প্রতিনিধি

বিরল রোগে আক্রান্ত  শিশু পল্লব

তিন বছরের শিশু পল্লব চন্দ্র সরদার। জন্মের পর থেকে গায়ের চামড়া কুচকানো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুচকানো বাড়তে থাকে। বাড়তে থাকে যন্ত্রণা। একমাত্র সন্তানের এ অবস্থায় চিকিৎসায় কোনো সু ব্যবস্থা না হওয়ায় নিরুপায় হয়ে পড়েছে পরিবার। জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুরেশ সরদারের ছেলে পল্লব চন্দ  সরদার (৩)। পল্লব জন্মের পর থেকেই গায়ের চামড়া কুচকানো। পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর চামড়া যেন সাপের চামড়ার মতো দাগ কাটা। দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো সুফল হয়নি। দিন আনা-দিন খাওয়া  ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবার এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা ছেলের চিকিৎসার পেছনে ব্যয় করলে কোনো লাভ হয়নি।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, জিনগত কোনো ত্রুটির কারণে এ সমস্যা হতে পারে। অথবা জটিল কোনো চর্ম রোগও হতে পারে। এটি নির্ণয়ের জন্য কোনো স্পেশালাইজড হাসপাতাল যেখানে চর্ম বা জিনগত ত্রুটি নিয়ে চিকিৎসা করেন। সেখানে গেলে হয়তো রোগ নির্ণয় করা সম্ভব হবে।

সর্বশেষ খবর