শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আশুলিয়ায় সংঘর্ষে আহত ২৭

যুবকের পায়ের রগ কর্তন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ২৭ জন আহত হয়েছেন। এ সময় ইনসান (৩০) নামের এক যুবককে গুলি করে তার দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া বেলমা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সঙ্গে ইনসান ও তারেকের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার নিট প্লাস কারখানার সামনে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন পাল্টাপাল্টি গুলিবর্ষণ করে। এতে ইনসানের বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরে প্রতিপক্ষের লোকজন তার দুই পায়ের রগ কেটে দেয়। আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল বলেন, আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি। এ ব্যাপারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক— ছাড় দেওয়া হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর