রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শরীয়তপুরে আবারও শিশু নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর ডামুড্যা উপজেলার চরমালগাঁও গ্রামের সাকিব চৌকিদার (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে শরীয়তপুর সদর উপজেলার বড় সোনামুখী নেছারিয়া আজিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। গত ২৮ জুলাই মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে গত ৭ জুলাই সখীপুর ডিএমখালী ওহাব ঢালীকান্দি গ্রামের মাদ্রাসা ছাত্র সিয়াম মাহমুদ নিখোঁজ হয়। ১৫ জুলাই নিখোঁজ হয় সখীপুর ছৈয়ালকান্দি গ্রামের লিজা আক্তার (১০)। আট দিন পর তার লাশ উদ্ধার করা হয়। সে সখীপুর সরকারি প্রাথকি বিদ্যালয়ের ছাত্রী ছিল। ওই ছাত্রীর শরীরে কিডনি, লিভার ও ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি। গত ২৪ জুলাই সদর উপজেলার পশ্চিম ভাসানচর এলাকা থেকে ওসমান গনি (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাম চোখ পাওয়া যায়নি। শ্বাসনালি ও রক্তনালি কাটা ছিল। গত ২২ জুলাই শরীয়তপুর-নড়িয়া সড়কের কুরাশি এলাকা থেকে মাইক্রোবাসে করে শহরের কালেক্টরেট পাবলিক হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নূরে আলম রাব্বিকে অপহরণ করা হয়। উপস্থিত বুদ্ধি খাটিয়ে নূরে আলম অপহরণ চক্রের কবল থেকে পালিয়ে আসে। ২৩ জুলাই বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল জাজিরা উপজেলার হারান টুনিকান্দি গ্রামের ইলিয়াছ বেপারির ছেলে ইয়াহিয়া বেপারি (১১)। শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে পৌঁছলে অপরিচিত এক ব্যক্তি তাকে অচেতন করে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যার দিকে যখন তার চেতনা ফিরে আসে তখন কান্না শুরু করলে ঢাকার খিলক্ষেত এলাকায় পথচারীরা তাকে উদ্ধার করে থানায় পৌঁছে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার শরীয়তপুর পৌরসভার নিরালা আবাসিক এলাকা থেকে জান্নাতুল ইসলাম জুঁই (৮) নামে এক শিশুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল।

ওই শিশু স্থানীয় পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ওই মহল্লার জামলা বেপারি ও রুমা আক্তার দম্পতির মেয়ে।

সর্বশেষ খবর