রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গুলিবিদ্ধ বিএনপি কর্মীর বিরুদ্ধে মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী ইনসানকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আরও ৬ জনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। শনিবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের ছেলে রাসেল বাদী হয়ে মামলাটি করেন। সংঘর্ষের ঘটনায় রনি আহম্মেদ, শাহিন আহম্মেদ, এরশাদ হোসেন ও ইকবাল নামের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ ইনসানের দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক ড. নাজিম। আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জানান, আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে বাদী হয়ে মামলা করেছেন। ইনসানের পরিবার অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী জানান, আড়াগাঁও এলাকার বিএনপি কর্মী তারেক, ইনসান, এরশাদ লোকজন নিয়ে তার এলাকার মহিদের জমি দখল করতে আসে। এতে বাধা দিতে গেলে তারেক-ইনসান গ্রুপের লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে।

সর্বশেষ খবর