সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে বাসচাপায় তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু ও স্কুলছাত্রসহ প্রাণ হারিয়েছেন আরও চারজন।

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেতিল বাজারে বাস চাপায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-এনায়েতপুর থানার আজুপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩২) ও গোপরেখি গ্রামের আব্দুল আজিজ মাষ্টারের ছেলে আব্দুল বাতেন (৩০) ও মেঘুল্লা গ্রামের চান্দু শেখের ছেলে ভ্যানচালক সেরাজুল ইসলাম (৩৫) নিহত হয়। গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের মধুপুর মোড় এলাকায় গতকাল নজরুল ইসলাম (৬) নামে এক স্কুল ছাত্র ট্রাক্টর চাপায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটিসহ চালক আব্দুল আজিজ (২০) ও তার সহকারী শাকিল (১৫) কে আটক করেছে। নিহত নজরুল ইসলাম স্থানীয় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং উত্তর ঘাগোয়া আদর্শপাড়া গ্রামের নুরন্নবী মিয়ার ছেলে। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জান্নাতুল ফেরদৌস রাত্রি (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বাস গাড়ির চাপায় আজিজা বেগম (৩৫) নামের আট মাসের এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা-সাগরদিঘী সড়কের বড়চওনা গায়েন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মান্নাস মিয়ার স্ত্রী।  পাবনা : পাবনায় মুরগীর খাদ্য বোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। আহত হয়েছে চালকের সহযোগী। গতকাল দুপুরে জেলার চাটমোহর-মান্নাননগর সড়কের চিনাভাতকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ট্রাকের চালক আবুল কালাম আজাদ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর পূর্ণকলস গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

সর্বশেষ খবর