সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিতর্কিতদের অন্তর্ভুক্ত করায় দুই নেতার পদত্যাগ

শরীয়তপুর স্বেচ্ছাসেবক লীগ কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা কমিটি সম্মেলন ছাড়া গঠন ও বিতর্কিতদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই নেতা পদত্যাগ করেছেন। নতুন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাখাওয়াত হাওলাদার ও দপ্তর সম্পাদক কেএম মাহবুব রাসেল গতকাল সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম হাওলাদার, আলমগীর হোসেন হাওলাদার, এমএ মজলিস খান, সেলিম আকন, মহসিন মাদবর, সিদ্দিকুর রহমান পাহাড়। সাখাওয়াত হোসেন বলেন, ‘সম্মেলন না করে ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যাদের স্থান হয়েছে তাদের অধিকাংশ বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তাদের সঙ্গে একত্রে রাজনীতি করা সম্ভব নয়, তাই প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছি’। কেএম মাহবুব রাসেল বলেন, ‘একটি বিশেষ মহল বিতর্কিতদের কমিটি স্থান দিতে ঢাকা থেকে কমিটি করার প্রক্রিয়া করেছে। আমরা এর প্রতিবাদ জানাই’। নতুন কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে শরীয়তপুরে কমিটি গঠন করা যাচ্ছিল না। এ কারণে কেন্দ্রীয় কমিটি সম্মেলন ছাড়াই ঢাকা থেকে কমিটি ঘোষণা করেছে। কমিটির সবাই আওয়ামী পরিবারের সদস্য। কেউ ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করলে আমাদের কি করার আছে’।  উল্লেখ্য, গত ৩১ জুলাই কেন্দ্র থেকে ৫৭ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ওই কমিটিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ। কমিটি ঘোষণার পরই একটি পক্ষ এর বিরোধিতা করে।

সর্বশেষ খবর