সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে কাজী নিজামউদ্দিন (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এ ব্যাপারে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান। গ্রেফতার নিজাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানিয়েছে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন করে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক নিজামউদ্দিন। প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার বিকালে টেকেরহাটের সেবা মেডিকেল হল নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, আটটি মোবাইল ফোন, ১৬টি সিম কার্ডসহ গোপনে ভিডিও ধারণের ডিভাইস জব্দ করা হয়। পরে পর্নোগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা করে র?্যাব। নিজামউদ্দিনকে পরে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। র‌্যাব কমান্ডার বলেন, গ্রেফতার হওয়া আসামি যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিলেন। লেখাপড়ায় তিনি এসএসসির গণ্ডিও পার হতে পারেননি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সর্বশেষ খবর