শিরোনাম
সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আ.লীগের পাল্টা মিছিল ঘিরে উত্তাল খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি

আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিলকে ঘিরে গতকাল উত্তাল ছিল পুরো খাগড়াছড়ি শহর। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। জানা যায়, সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থকরা মিছিল-সমাবেশ করেন। তারা শ্রমিক লীগ নেতা সুরুজ মিয়ার ওপর হামলায় পৌর মেয়র রফিকুল আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহিরুদ্দীন জড়িত বলে অভিযোগ এনে তাদের গ্রেফতারের দাবি জানান। সমাবেশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কংজ্যরি চৌধুরী, পরিষদ সদস্য মংস্যপ্রূ চৌধুরী অপু প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে মেয়র রফিকুল আলমসহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে মিছিল বের হয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা, রফিকুলসহ চার নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, শ্রমিক লীগের সম্পাদক নুরুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার শ্রমিক লীগ নেতা সুরুজ মিয়ার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।

সর্বশেষ খবর