সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ!

ময়মনসিংহ প্রতিনিধি

গৌরীপুরে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাইয়ে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সহকর্মী মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, ১৯৭১ সালের ১৩ জুন মুক্তিযুদ্ধে যাওয়ার পথে ময়মনসিংহ ধোবাউড়া ঘোষগাঁও বাজারে পাক সেনাদের হাতে গ্রেফতার হন গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের আবুল কাশেম। এরপর দুই মাস ১৯ দিন জেল খেটে ছাড়া পেয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত হয়ে পুলিশ লাইনে অস্ত্র জমা দেন আবুল কাশেম। ২০০১ সালের মুক্তিবার্তায় তালিকাভুক্ত হন তিনি। ২০১০ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র পেয়ে ২০১৩ সালের জুলাই থেকে তিনি অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানি ভাতাপ্রাপ্ত হন। মুক্তিযোদ্ধা সংসদ জানায়, উপজেলায় লাল তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২৮২ জন। সনদ ও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৫৭ জন। সম্প্রতি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে মাত্র সাতজনকে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রহিম জানান, যাচাই-বাছাইয়ে কমিটির সর্বসম্মতিক্রমে সাতজন টিকেছে।  ভাতাপ্রাপ্ত যারা বাদ পড়েছেন তারা আপিল করতে পারবেন। গৌরীপুরের এমপি ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, আপিলে বহাল থাকলে পুনরায় তারা ভাতা পাবেন।

সর্বশেষ খবর