শিরোনাম
সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ছয় মাসে নড়াইলের ১২ হিন্দু পরিবার দেশ ছেড়েছে

-------------------- রানা দাশগুপ্ত

নড়াইল প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, গত ছয় মাসে নড়াইল থেকে কমপক্ষে ১২টি হিন্দু পরিবার দেশত্যাগে বাধ্য হয়েছে। এখানে দিন দিন সংখ্যালঘু ভোটার সংখ্যা কমে যাচ্ছে। জমি দখল, নিরাপত্তাহীনতাসহ বিচার না পাওয়ার ঘটনা এর জন্য দায়ী।

তিনি গতকাল দুপুরে নড়াইল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক নির্মল চ্যাটার্জি, জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের জেলা সভাপতি মলয় কান্তি নন্দী প্রমুখ।

সর্বশেষ খবর