সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভোটার হালনাগাদ কার্যক্রমে অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্তরা বাড়ি বাড়ি যাচ্ছেন না। কারা এ কাজ করছেন জানি না। কোনো প্রচারণা নেই। ইতিমধ্যে ১১ দিন শেষ হয়ে গেছে। বাকি রয়েছে মাত্র চার দিন। এভাবে কার্যক্রম চললে ৯ আগস্ট পর্যন্ত ভোটার হওয়ার উপযুক্ত অনেকে বঞ্চিত হবেন। গতকাল সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দিনাজপুর পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, দিনাজপুর নির্বাচন কমিশন কার্যালয় দায়িত্ব পালনে গাফিলতি ও দায়সারা কর্মকাণ্ড চালাচ্ছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো প্রচার-প্রচারণা বা মাইকিং করা হয়নি। এমনকি ভোটার হালনাগাদ সংক্রান্ত বিষয়ে পোস্টারও লাগানো হয়নি। ভোটাররা এ সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত আমার কাছে মুঠোফোনে বা সরাসরি জানতে চাইলে আমি তাদের কোনো তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে পারছি না। মাসুদুল ইসলাম বলেন, অনেক ছেলে ও মেয়ে নতুন ভোটার হওয়ার আশায় আছে। আবার যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারেও সরকার গুরুত্ব দিয়েছে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন, বজলার রহমান, মিজানুর রহমান, জাকিউল ইসলাম,  রিশাদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর