বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পাবনায় পদ্মা নদীতে নিখোঁজের দুই ছাত্রের একজনের ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের নানাবাড়িতে বেড়াতে এসে গতকাল সকালে পানিতে ডুবে মারুফ হোসেন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মামুনশিয়া গ্রামের আকাশ হোসেনের ছেলে। লামা : বান্দরবানের লামা পৌরসভায় পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর বাবা মোহাম্মদ চাম্পাতলী মসজিদের ইমাম। সিলেট : জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ছড়ায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সিমা হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার ওরারকুল গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামে বসবাস করত। বগুড়া : জেলার শিবগঞ্জ উপজেলার গাংনই নদী থেকে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্র সৈকত ইসলাম শুভ (৯) এর লাশ উদ্ধার হয়েছে। সে শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের আবু হোসাইন প্রামাণিকের ছেলে। নাটোর : নাটোরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে রাব্বি হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি হোসেন সদর উপজেলার বড়হরিশপুর গ্রামের রমজান মীরের ছেলে। পাবনা : ঈশ্বরদীর সাঁড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর একজনের ভেসে ওঠা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর ছাত্রের সন্ধান মেলেনি এখনো। গত সোমবার দুপুরে এই নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো ঈশ্বরদী আমবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এহসানুল ইসলাম শাফিন ও একই এলাকার আবদুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম অপূর্ব।

সর্বশেষ খবর