বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণের ৩৫ রুটে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আজ সকাল ৬টা থেকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা জেলার ৩৫ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচজনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা গ্রহণ করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। এসঙ্গে আন্তজেলা সড়ক-মহাসড়কে সব রকম থ্রি-হুইলার চলাচল বন্ধ করারও দাবি করা হয়েছে। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।’ এর আগে গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত সমিতির রূপাতলী কার্যালয়ে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক এবং শ্রমিক ইউনিয়ন নেতাদের দীর্ঘ বৈঠক হয়। এ সময় উল্লেখ করা হয়, ৮ আগস্ট বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রিজ এলাকায় বাসে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ পাঁচজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজির প্রতিবাদ করেন। চাঁদাবাজরা তখন তাদের ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর