বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হোটেলে খাবার খেয়ে ২৭ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী প্রতিনিধি

হোটেলে রাতের খাবার খাওয়ার পর নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সকালে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নার্সিং ইনস্টিটিউটের প্রধান বেবী সুলতানা জানান, শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দুজন ছাত্রীর পেটের ব্যথা শুরু হয় এবং কয়েকবার টয়লেটে যায়। পরে একইভাবে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ইনস্টিটিউটে ৩০০ শিক্ষার্থী রয়েছে। তারা একই খাবার খায়। যদি খাবার খেয়ে অসুস্থ হতো তাহলে সবাই আক্রান্ত হতো। সুধারাম থানা এসআই বিপুল জানান, প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম সামছুল করিম জানান, ইনস্টিটিউটের খাবার খেয়ে অথবা অন্য কোনো কারণে অসুস্থ হতে পারে। তদন্ত কমিটি করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর