শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাতজন নিহতের পর উচ্ছেদ হলো রেলের অবৈধ স্থাপনা

জামালপুর প্রতিনিধি

সাতজন নিহতের পর উচ্ছেদ হলো রেলের অবৈধ স্থাপনা

জামালপুর শহরের চন্দ্রা রেল ক্রসিংয়ে বুধবার ট্রেনের ধাক্কায় সাত অটোযাত্রী নিহত হন। দুর্ঘটনার পর গতকাল ওই ক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়

ট্রেনের ধাক্কায় সাত অটোযাত্রী নিহতের পর উচ্ছেদ করা হলো জামালপুর শহরের চন্দ্রা রেল ক্রসিংয়ের অবৈধ স্থাপনা। বুধবার সন্ধ্যায় চন্দ্রা রেলক্রসিংয়ে লোকাল ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে সাত যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গতকাল কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও রেল কর্মকর্তাদের উপস্থিতিতে চন্দ্রা ক্রসিং এলাকার ২০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যান্য ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এলাকায়ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি প্রধান।

সর্বশেষ খবর