শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সেনাবাহিনীর উদ্যোগে ৫০ জনের কর্মসংস্থান

রাঙামাটি প্রতিনিধি

সিলেটের আল-হারামাইন হাসপাতালে রাঙামাটির ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটি সার্কিট হাউসে গতকাল দিনব্যাপী চলে চাকরি প্রার্থীদের যাচাই-বাছাই। সিলেটের আল-হারামাইন হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) মেজর জেনারেল জন গমেজ, পরিচালক ড. নাহিয়ান চৌধুরী ও ড. এহাসিয়ানুর রহমান চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও যোগ্যতা যাচাই-বাছাই করেন। এ সময় রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ও জেনারেল স্টাফ অফিসার মেজর রাকিক উপস্থিত ছিলেন। আল-হারামাইন হাসপাতালের পরিচালক (মাকেটিং) ড. এহাসিয়ানুর রহমান জানান, সিলেটবাসীকে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থার জন্য আল-হারামাইন কোম্পানি একটি হাসপাতাল করেছে। হাসপাতালের বিভিন্ন পদে ইতিমধ্যে ২৫০ জনবল নিয়োগ দিয়েছি। পরিকল্পনা ছিল সিলেটের বাইরের কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়ার। তার জন্য রাঙামাটি আসা।

সর্বশেষ খবর