শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

লাশে আঘাতের চিহ্ন ময়নাতদন্তে আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূ কণিকা আক্তারের (১৯) লাশ উদ্ধারের সময় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও খুনিদের কারসাজিতে পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ অভিযোগ করেন। কণিকার মা রীনা অভিযোগ করেন, চলতি বছরের ২০ জুন মেয়ে শ্বশুরবাড়িতে খুন হয়। লাশ উদ্ধারের সময় মেয়ের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল; যা ভিডিও করে রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০ জুন সোনারগাঁ উপজেলার খৈতারগাঁও গ্রামের প্রবাসী স্বামী বিপুলের বাড়ি থেকে কণিকার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

সর্বশেষ খবর