শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মাদক চুরির প্রতিবাদ করায় ‘মিথ্যা’ মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনীতে মাদক-চুরির প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ তিন যুবকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তারা সংবাদ সম্মেলনসহ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সুষ্ঠু তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, রেলওয়ে কলোনী মহল্লার প্লেন বাবু, গাফফার, দুলালী, লিপি, আসমা ও হানিফ একই পরিবারের সদস্য। এরা চুরি-মাদক ব্যবসায় জড়িত। নিজেদের বাড়িতে ৫-১০ বছর বয়সী অনাথ শিশুদের আশ্রয় দিয়ে তাদের নেশায় আসক্ত করে চুরি করা শেখায়। গত ১ আগস্ট রাতে হানিফ ট্রাকে কাজ করার সময় গরম পানিতে তার দুই পা ঝলসে যায়।

এ দুর্ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, যুবক পলাশ ও শুকুর আলীর নামে দায়ের করে ‘মিথ্যা’ মামলা। অভিযোগে উল্লেখ করে ‘তিনজন তাকে ধরে এনে পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে।’ প্রতিবেশী জহুরা, আমিনা, মনিজা ও পরী জানান, হানিফকে যে বাড়িতে আটকে রাখার কথা বলেছে সেখানে ওই রাতে এমন কোনো ঘটনা ঘটেনি। সকালে হানিফের বউ-শাশুড়ী জানায় ট্রাকে কাজ করতে গিয়ে পুড়ে গেছে। দুপুরে আবার বলে— পেট্রল ঢেলে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, পলাশ ও শুকুর জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও চোরাকারবারি ব্যবসার প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সদর হাসপাতালের চিকিৎসক রব্বানী তালুকদার জানান, হানিফকে পেট্টল দিয়ে পোড়ানোর কোনো আলামত পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা ওসি-তদন্ত রফিকুল ইসলাম জানান, তদন্ত শেষে প্রকৃত রহস্যর উদঘাটন হবে।

সর্বশেষ খবর