শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনার দাবি উঠেছে। শুক্রবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় নারায়ণগঞ্জ মেট্রোরেল দাবি বাস্তবায়ন কমিটি। সম্মেলনে রাজধানীর সঙ্গে একই দিন কমলাপুর-নারায়ণগঞ্জ মেট্রোরেলের উদ্বোধন করার দাবি জানানো হয়। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি আনোয়ার কবীর ভূঁইয়া বলেন— নারায়ণগঞ্জের সঙ্গে মেট্রোরেল সংযুক্ত হলে তা নারায়ণগঞ্জের অর্থনীতিকে আরো গতিশীল করবে।

৮ দফা : শনিবার (আজ) বিকালে বিভিন্ন ওয়ার্ডে প্রচারপত্র বিতরণ, ১৮ আগস্ট বাইসাইকেল র‌্যালি, ২০ আগস্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ, ২৫ আগস্ট মোটর সাইকেল র‌্যালি, ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সমাবেশ, ৩১ আগস্ট রাতে নগরীর আবাসিক বাড়ির আঙিনায় মোমবাতি প্রজ্বলন, ৭ সেপ্টেম্বর নগরীর ২৭ ওয়ার্ডে মিছিল এবং ৮ সেপ্টেম্বর নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার চত্বরে নাগরিক সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা।

সর্বশেষ খবর