শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুত্স্পর্শে ২ শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নের সরহাটি গ্রামে গতকাল বিকালে পুকুরের পানিতে গোসল করতে নেমে বিদ্যুত্স্পর্শে দুই শিশুর মৃত্যু ও আরও দুজন আহত হয়েছে। বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— জোনায়েদ (০৬) ও রোহান (৮)। আহতদের মধ্যে মাকসুদা বেগমকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত রুহুল আমিনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, দুই শিশু পুকুরের পানিতে গোসল করতে নামে। এ সময় বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ওই ২ শিশুকে পুকুর থেকে উদ্ধার করার সময় আহত হয় দুজন।

হালুয়াঘাটে দম্পতির প্রাণহানি :ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার স্বদেশী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ সরকার ও স্ত্রী সুমিতি সরকার। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই গ্রামের সুভাষের বসতঘরের টিনের চালে পড়ে। এ সময় সুভাষ সরকার (৬৫) ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্বামীকে রক্ষা করতে স্ত্রী সুমিতি এগিয়ে আসলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম জানান, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সর্বশেষ খবর