রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কিশোরগঞ্জ কলাপাড়ায় সংঘর্ষে আহত ৩৫

কিশোরগঞ্জ ও কলাপাড়া প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর ও কলাপাড়ার পটুয়াখালীতে হামলা-সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের সাবেক ইউপি সদস্য রেহানা আক্তারের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার দুপুরে নজরুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেহানার বাড়িতে হামলা চালায়। এ সময় রেহানার সমর্থকরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। প্রতিপক্ষের লোকজন রেহানার একটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া, কুয়াকাটা ও মিঠাগঞ্জ ইউনিয়নে পৃথক সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন ২৫ জন। এদের মধ্যে ১১ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাঠানো হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। কলাপাড়া থানার ওসি জানান, ওই সব ঘটনায় কোনো আভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর