রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভালো নেই জয়পুরহাটের কিডনি বিক্রেতারা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি গ্রামের কিডনি বিক্রেতারা ভাল নেই। মানবদেহের গুরুত্বপূর্ণ এ অঙ্গটি বিক্রির টাকা দিয়ে ঋণশোধ করে যে মানুষগুলো একটু ভাল থাকতে চেয়েছিল তাদের অনেকেই কর্মশক্তি হারিয়ে ফেলেছেন। রোগে-শোকে কেউ কেউ রয়েছেন মৃত্যুশয্যায়। জানা যায়, ৫ থেকে ১০ বছর আগে কিডনি দেওয়া এই মানুষগুলোর কোমরে ব্যথা, প্রায়ই জ্বর, প্রস্রাবে জ্বালা, একটু হাঁটাচলা করলে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। ভারী কাজ একেবারেই করতে পারছেন না। সমাজও তাদের ভাল চোখে দেখছে না। কালাই উপজেলার ভেরেণ্ডি গ্রামের পান দোকানি আকতার আলম জানান, তিনি ২০০৯ সালে দালালের খপ্পরে পড়ে একটি কিডনি বিক্রি করেছিলেন। চার লাখ টাকা দাম ঠিক হলেও প্রতারণার শিকার হয়ে পেয়েছিলেন মাত্র দেড় লাখ। আকতার বলেন, ‘আগে মানুষের বাড়িতে কাজ করে, কখনো ভ্যান চালিয়ে দিনে ১০০ টাকা পেলেও শারীরিকভাবে সুস্থ ছিলেন। এখন কোনো কাজ করতে পারছেন না। এছাড়া প্রতিমাসে ওষুধ কিনতে হচ্ছে’। একই গ্রামের আরেক কিডনি বিক্রেতা মেহেরুল জানান, তিনি এখন ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। মুখ-চোখ ফুলে গেছে। এমন কাজ আর যেন কেউ না করে। পাশের রোড়াই গ্রামের আইনুল, জোসনাসহ কয়েকজন জানালেন তাদের অসুস্থতার কথা। কালাই পৌরমেয়র হালিমুল আলম জন জানান, কিডনি বিক্রি এখনো থেমে নেই। কয়েক মাস আগে তিনি ভারতের এক হাসপাতালে গিয়ে এলাকার লোককে দেখেছেন কিডনি বিক্রির জন্য পরীক্ষা-নিরীক্ষা করাতে। তার ভাষ্য, সবাই অভাব আর ঋণের কারণে কিডনি বিক্রি করছে এমনটি নয়। লোভে পড়েও অনেকে এ কাজ করছে। মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক বলেন— কয়েক বছর আগে কিডনি বিক্রির যে প্রবণতা ছিল তা কমে গেছে। কিডনি বিক্রি রোধে তারা জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালাই উপজেলার ২০ গ্রামের ১২০ জন কিডনি বিক্রি করেছিল। এরপর আর সঠিক পরিসংখ্যান নেই উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনের কাছে। স্থানীয় সূত্রগুলো বলছে কিডনি বিক্রি এখনো থেমে নেই। মাত্রাই ইউনিয়নের ভেরেণ্ডি, উলিপুর, সাতার, কুসুমসাড়া, অনিহার, পাইকশ্বর, ইন্দাহার, উদয়পুর ইউনিয়নের বহুতি, জয়পুর বহুতি, নওয়ানা, নওয়ানা বহুতি, দুর্গাপুুর, উত্তর তেলিহারা, তেলিহারা, ভুষা, কাশীপুর, বিনাই, পূর্বকৃষ্টপুর এবং আহমেদাবাদ ইউনিয়নের রাঘবপুর ও বোড়াই গ্রামের লোকজন বেশি কিডনি বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে।

 

সর্বশেষ খবর