রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিশেষজ্ঞ দলের ব্রি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের দুজন সদস্য শনিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এসএম নাজমুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. এনামুল হকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ব্রি কর্তৃপক্ষ, বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইনস্টিটিউটের বিভিন্ন ল্যাবরেটরি, গ্রিন হাউজ, স্ক্রিন হাউজ, গবেষণা মাঠ ও কৃষকের মাঠে ধান গবেষণার সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।  এ সময় তারা উন্নত গুণাগুণ ও পুষ্টি সমৃদ্ধ ধান, ঔষধি গুণসম্পন্ন ধান, আউশ ধানের উন্নত জাত, পাহাড়ি এলাকাসহ বৈরি পরিবেশে চাষাবাদ উপযোগী ধান এবং আফ্রিকা থেকে আনা উচ্চ ফলনশীল ধান জাত নেরিকা নিয়ে এদেশের বাস্তবতায় গবেষণার ফলাফল সম্পর্কে বিশেষভাবে আগ্রহ দেখান। ব্রির বিজ্ঞানীদের কাছ থেকে এসব বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পচির্যা) ড. মো. শাহজাহান কবীর, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী, ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তমাল লতা আদিত্য প্রতিষ্ঠানের সার্বিক গবেষণা কার্যক্রম সম্পর্েক বিশেষজ্ঞ পুলকে ব্রিফ করেন। ইনস্টিটিউটের সব বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ খবর