সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মায়ের খুনি বানাতেই ছেলের ওপর নির্মম নির্যাতন

পুলিশের বিরুদ্ধে বাবার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

মা দীপ্তি ভৌমিকের হত্যাকারী বানাতেই ছেলে প্রিতমের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাবা প্রদীপ ভৌমিক। প্রদীপ বলেন, ‘কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বিনাদোষে ছেলেকে থানায় চার দিন রেখে পা উপরে বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। লোহা ও কাঠের রোল দিয়ে পিটিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করেছে। কিছুক্ষণ পর পর প্রিতমকে দেওয়া হয়েছে ইলেক্ট্রিক শক। তাকে বলা হয়, আদালতে মা দীপ্তি ভৌমিককে সে নিজে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিতে। না হলে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেয়। স্কুলছাত্র প্রিতম পুলিশি নির্যাতনের ভয়ে আদালতে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে’। শনিবার সন্ধ্যায় প্রিতমের পরিবারের পক্ষে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ছেলেকে নির্যাতনের করুণ এ বর্ণনা দেন প্রদীপ ভৌমিক।

সংবাদ সম্মেলনে প্রিতমের বোন প্রিয়াঙ্কা ও দুলাভাই নয়ন সাহাও বক্তৃতা করেন। তারা আদালতে রায় কার্যকর, প্রিতমের মুক্তি এবং দীপ্তি ভৌমিকের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে। উল্লেখ, গত ৮ জুলাই দুপুরে নরসিংদী পৌর শহরের মধ্যকান্দাপাড়ায় নিজ বাসায় খুন হন দীপ্তি ভৌমিক (৪৭)। তার স্বামী প্রদীপ ভৌমিক শেখেরচর বাজারে কাপড়ের ব্যবসা করেন। ঘটনার দিন সকালেই প্রদীপ ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর পরই ছেলে প্রতীম যায় স্কুলে। দুপুর ১টার দিকে বাসায় ফিরে মায়ের গলা কাটা লাশ দেখতে পায় ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর মডেল থানায় মামলা করলেও পুলিশ প্রিতমকে মায়ের খুনি বলে ধরে নিয়ে যায়।

সর্বশেষ খবর