সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষককে কমিটি থেকে অব্যাহতি

প্রশ্ন প্রস্তুতে অবহেলা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রশ্ন প্রস্তুতে অবহেলার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে ভর্তি পরীক্ষার কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন—বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মাহবুব হোসেন, অধ্যাপক বিজয় ভূষণ দাস, ড. শাহাব উদ্দিন, ড. হাবিব উল মাওলা, জান্নাতুল ফেরদৌস, ইংরেজি বিভাগের অধ্যাপক ইমদাদুল হুদা ও রায়হানা আক্তার। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাত শিক্ষকের মধ্যে মাহবুবুর রহমানকে চার বছর ও অন্যদের তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়। ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতি ও আগের বছরের সঙ্গে হুবহু মিল রেখে প্রশ্ন তৈরি করায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জানা যায়, ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষার ক ইউনিটের ইংরেজি বিষয়ের ৪৯টি প্রশ্ন হুবহু ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি অভিযোগের সত্যতা পায়।

সর্বশেষ খবর