মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টাকা ফেরত দেওয়ার নির্দেশ

৬১ স্কুলে দপ্তরি নিয়োগে অর্থবাণিজ্য

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের নামে নেওয়া অর্থ ফেরত দিতে সাত দিন সময় দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। অর্থ লেনদেনে জড়িতদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পলক বলেন, ‘সামান্য দপ্তরি পদের নিয়োগের নাম করে যারা পাঁচ হাজার থেকে সাত লাখ টাকা পর্যন্ত নিয়েছেন, তারা নিজ দায়িত্বে তা ফেরত দেবেন। ভুক্তভোগীরা দুদকের স্মরণাপন্ন হলে কারো প্রতি সহানুভূতি দেখানো হবে না। প্রতিমন্ত্রী গতকাল সিংড়া উপজেলা হলরুমে বিভিন্ন দপ্তর দুর্নীতি ও হয়রানি মুক্তকরণ শীর্ষক মতবিনিময় সভায় আরও বলেন, অবহেলিত সিংড়া বর্তমান সরকারের আমলে সমৃদ্ধ হয়েছে। এই সিংড়ার ভবিষ্যত কোনো দুর্নীতিবাজের হাতে তুলে দেওয়া হবে না। সিংড়ার প্রতিটি সরকারি দফতর মানুষের সেবার জন্য নিয়োজিত। তাই সিংড়ার মানুষ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দুর্নীতি, ঘুষবাণিজ্যের কারণে হয়রানির শিকার হবে, এটা মেনে নেওয়া হবে না। এ সময় তিনি সিংড়ার সব স্তরের মানুষকে নিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। ইউএনও নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জান্নাতুল ফেরদৌস, শফিকুল ইসলাম ও ওয়াহিদুর রহমান শেখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর