মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

২০২০ সালে বনভূমি ২০ ভাগে উন্নীত হবে : জ্যাকব

ভোলা প্রতিনিধি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন— ২০২০ সালের মধ্যে দেশের মোট ভূমির ২০ শতাংশ বনভূমিতে উন্নীত করা হবে। গতকাল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় লক্ষাধিক গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি নূরনবী চৌধুরী শাওন ও আলী আজম মুকুল। বক্তৃতা করেন— মুহা. সেলিম উদ্দিন, মোক্তার হোসেন। উপমন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজির লক্ষ্য অর্জনে সরকার বনায়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। চলতি অর্থবছরে পাঁচ হাজার ২২৭ হেক্টর জমিতে ব্লক বাগান ও এক হাজার ২০০ কিলোমিটার স্ট্রিব বাগান সৃজনের কাজ চলমান রয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সামাজিক বনায়ন কর্মসূচি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর