মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

টুঙ্গিপাড়ায় মেজবান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। আজ দুপুরে আয়োজিত মেজবানে ৪০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ মেজবানে অংশ নিতে টুঙ্গিপাড়ায় গেছেন প্রায় ৫০০ নেতা-কর্মী। মেজবানের আয়োজন করতে বয়-বাবুর্চির ৪০ সদস্যের একটি টিম গত রবিবার টুঙ্গিপাড়ায় পৌঁছেন।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গরু বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে গরু বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। সোমবার উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ সব গরু বিতরণ করা হয়।

এদিকে কুমিল্লার দেবিদ্বারে কাঙ্গালী ভোজের জন্য ২০টি গরু ও মসলার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দেবিদ্বার উপজেলার বরকামতায় উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌর এলাকায় এই গরু এবং মসলার টাকা বিতরণ করা হয়। উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য আবুল কালাম আজাদের উদ্যোগে এ সব বিতরণ করা হয়।—সোনারগাঁ ও কুমিল্লা প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় বৈদ্যুতিক চুলার তারের সঙ্গে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকার কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) ও পুত্রবধূ শিউলী বেগম (৩০)।—ঠাকুরগাঁও প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর