বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি মাদক জঙ্গিবাদ রোখার প্রত্যয়

বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

দুর্নীতি মাদক জঙ্গিবাদ রোখার প্রত্যয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানে শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ছিল গতকাল। সারা দেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে দিনটি। আয়োজন করা হয় নানা কর্মসূচির। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা, গণভোজ, স্বেচ্ছায় রক্তদান, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা। এ সব অনুষ্ঠানে বক্তারা শোককে শক্তিতে পরিণত করে দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ রোখার প্রত্যয় ব্যক্ত করেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : শোকের শক্তিতে দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ রুখার প্রত্যয় ব্যক্ত করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরের টাইগারপাসে মানববন্ধনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধনে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, কাউন্সিলর, জেলা প্রশাসন, সিএমপি ও চসিক কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ নেতারা। আরও বক্তৃতা করেন ইকবাল বাহার, মো. শামসুদ্দোহা, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠন শোক র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়ার আয়োজন করে। রাজশাহী : মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ওমর ফারুক চৌধুরী ও আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন ফজলে হোসেন বাদশা। এছাড়া প্রশাসন ও বিভিন্ন সংগঠন আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করেছে। বরিশাল : অশ্বিনী কুমার হল চত্বরে জাতির জনকের এবং কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেবুন্নেছা আফরোজ, শেখ টিপু সুলতান। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে নগর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। রংপুর : দলীয় কার্যালয়ে স্মরণসভায় জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তৃতা করেন রেজাউল করিম রাজু, মাজেদ আলী বাবলু, মোতাহার হোসেন মওলা, তৌহিদুল ইসলাম টুটুল। এদিকে র‌্যালি শেষে সিটি করপোরেশন অডিটরিয়ামে আলোচনা সভায় সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আখতার হোসেন আজাদ বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া : র‌্যালি শেষে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ প্রশাসন, আওয়ামী লীগ ও নানা শ্রেণি-পেশার মানুষ। ময়মনসিংহ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে আলোচনা সভায় অধ্যক্ষ মতিউর রহমান, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এহতেশামুল আলম প্রমুখ বক্তৃৃতা করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে ফুল দেন ভিসি ড. মো. আলী আকবর। নরসিংদী : আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে অংশ নেন নূরুল মজিদ মাহামুদ হুমায়ন, আব্দুল মতিন ভূইয়া, কামরুজ্জামান কামরুল প্রমুখ। নীলফামারী : মোহাম্মদ খালেদ রহীমের নেতৃত্বে র‌্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনায় মিলিত হয়। খালেদ রহীম ছাড়াও জাকির হোসেন খান, রনজিৎ কুমার বর্মণ প্রমুখ বক্তৃতা করেন। এদিকে শহরের চৌরঙ্গী মোড় শোকসভায় দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে মমতাজুল হক, আবুজার রহমান বক্তব্য দেন। জামালপুর : আওয়ামী লীগ, ছাত্রলীগসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠন বৈশাখী মেলা মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পাবলিক হলে আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় রেজাউল করিম হীরা, আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি বক্তৃতা করেন। নোয়াখালী : জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন একরামুল করিম চৌধুরী, মাহবুব আলম তালুকদার, ইলিয়াছ শরীফ, সহিদ উল্লাহ খান সোহেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিল ১২০টি গরু জবাই করে গণভোজের আয়োজন। ঠাকুরগাঁও : র‌্যালি শেষে আলোচনা সভা বক্তৃতা করেন আব্দুল আওয়াল, ফারহাদ আহম্মেদ, সাদেক কুরাইশী, ডা. আবু মো. খায়রুল কবির। সাতক্ষীরা : র‌্যালিতে নেতৃত্ব দেন মীর মোস্তাক আহমেদ রবি, আবুল কাশেম মো. মহিউদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ। এরপর শিল্পকলা একাডেমিতে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, কবিতা পাঠ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তৃতা করেন নজরুল ইসলাম, ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন। চাঁদপুর : জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. দীপু মনি এমপি, আব্দুস সবুর মণ্ডল, সামছুন্নাহার, নাছির উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়া বৃক্ষ রোপণ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন ছিল। ফরিদপুর : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মেজর (অব.) আতমা হালিম। তার সঙ্গে ছিলেন নুরুল ইসলাম, হাবিবুর রহমান লুলু, ইউনুস শেখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। কুড়িগ্রাম : র‌্যালিতে অংশ নেন আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস, জাফর আলী, ডা. আমিনুল ইসলামসহ নানা শ্রেণির মানুষ। শহীদ মিনারে আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এবিএম মিসবাহুর রহমান খান, আব্দুর রউফ, মোফাজ্জল হোসেন বক্তৃতা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট : কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। সেখানে তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় ডা. মোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ বক্তৃতা করেন। চুয়াডাঙ্গা : টাউন হলে আলোচনা সভায় আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিয়াউদ্দীন আহমেদ। অংশ নেন নিজাম উদ্দীন, সেখ সামসুল আবেদীন খোকন ও ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এর আগে বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। লক্ষ্মীপুর : শহরের উত্তর তেমুহনীতে আলোচনা শেষে র‌্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন একেএম শাহাজান কামাল, হুমায়ারা বেগম, আ স ম মাহতাব উদ্দিন, গোলাম ফারুক পিংকু প্রমুখ। মাগুরা : র‌্যালি শেষে শহীদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করেন অ্যাডভোকেট বীরেন শিকদার, এটিএম আব্দুল ওয়াহ্হাব, কামরুল লায়লা জলি, পঙ্কজ কুণ্ডু, তানজেল হোসেন খান। পরে দোয়া মাহফিল আয়োজন করা হয়। মানিকগঞ্জ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জাহিদ মালেক স্বপনের নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। মেহেরপুর : শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফরহাদ হোসেন, পরিমল সিংহ, বশির আহমেদ, ডা. আব্দুল হালিম প্রমুখ। নাটোর : জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুলসহ জেলা আওয়ামী লীগের নেতারা। নেত্রকোনা : শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতির জনকের অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান ড. মুশফিকুর রহমান, জয়দেব চৌধুরী, নুরুল আমিন, মতিয়র রহমান খান প্রমুখ। পঞ্চগড় : শহরের সার্কিট হাউস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়ার পর র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সুজন, অমল কৃষ্ণ মণ্ডল, নাঈমুজ্জামান মুক্তা। পিরোজপুর : বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান খায়রুল আলম শেখ, ওয়ালিদ হোসেন, একেএমএ আউয়াল, হাবিবুর রহমান মালেক প্রমুখ। শরীয়তপুর : র‌্যালি শেষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন মাহবুবার আক্তার, সাইফুল্লাহ আল মামুন, সাবেদুর রহমান খোকা। টাঙ্গাইল : আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন ছানোয়ার হোসেন, খান নুরুল আমিন, জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বগুড়া : র‌্যালি শেষে জিলা স্কুল মাঠে আলোচনা সভায় নূরে আলম সিদ্দিকী, আসাদুজ্জামান, মমতাজ উদ্দিন, ডা. মকবুল হোসেন, মজিবুর রহমান মজনু বক্তৃতা করেন। এর আগে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। চাঁপাইনবাবগঞ্জ : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর র‌্যালি বের হয়। নেতৃত্ব দেন মাহমুদুল হাসান ও টিএম মোজাহিদুল ইসলাম। খাগড়াছড়ি : সরকারি উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যতীন্দ্র লাল ত্রিপুরা, কংজরী চৌধুরী, রাশেদুল ইসলাম, আলী আহম্মেদ। মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসীন, আজিজুর রহমান, তোফায়েল ইসলাম, মোহাম্মদ শাহজালাল। গাইবান্ধা : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালির নেতৃত্ব দেন মাহাবুব আরা বেগম গিনি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মাহাবুব আরা ছাড়াও বক্তৃতা করেন মাশরুকুর রহমান খালেদ, আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। হবিগঞ্জ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন। যশোর : শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান কাজী নাবিল আহমেদ। তার সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম মিলন, মীর জহুরুল ইসলাম, মোহিতকুমার নাথ। বেলা সাড়ে ১১টায় খালেদুর রহমান টিটোর নেতৃত্বে র‌্যালি বের হয়। কিশোরগঞ্জ : বিকালে অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে র‌্যালি বের হয়। এছাড়া ইটনা, বাজিতপুর ও করিমগঞ্জে রেজওয়ান আহাম্মদ তৌফিক, আফজাল হোসেন, এমরান আলী ভূইয়ার নেতৃত্বে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি : সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন দীপঙ্কর তালুকদার, মানজারুল মান্নান, বৃষ্ণকেতু চাকমা, আকবর হোসেন চৌধুরী প্রমুখ। পরে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  সুনামগঞ্জ : মতিউর রহমান ও নূরুল হুদা মুকুটের এবং এনামুল কবির ইমনের নেতৃত্বে পৃথক র‌্যালি বের হয়। আয়ুব বখত জগলুলের নেতৃত্বে অপর একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভিসি ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। লালমিনরহাট : র‌্যালিতে অংশ নেন আবু সালেহ সাইদ দুলাল, সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট মতিয়ার রহমান, শফিউল আরিফ। এদিকে সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গাজীপুর : গাজীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বঙ্গতাজ অডিটোরিয়ামে শোক সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, কাজী মোজাম্মেল হক, অ্যাড. আজমত উল্লাহ খান, ইকবাল হোসেন সবুজ, মো. জাহাঙ্গীর আলম, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। কুমিল্লা : দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, আবদুল মতিন খসরু বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন তাজুল ইসলাম এমপি। আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে আরফানুল হক রিফাত, আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ নেতারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান স্থানীয় চক্রতলা, নৈয়ার, গৌরীপুর ঈদগাহ, গোয়ালমারীসহ পৃথক সাতটি শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অপরদিকে ইলিয়টগঞ্জ, বাহেরচর ও পদুয়ায় শোক র‌্যালিতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. আউয়াল সরকার, সহ-সভাপতি ড. আ. মান্নান, জেলা আওয়ামী লীগ নেতা বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার বক্তব্য রাখেন। মেঘনার লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল গাজীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার, সানাউল্লাহ চেয়ারম্যান। দাউদকান্দি উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশ নেন মো. সুবিদ আলী ভূঁইয়া এমপি, উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), রকিব উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর