বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নবীনগরে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ দাঙ্গাবাজকে আটক করেছে। জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউসার মোল্লা গ্রুপের সঙ্গে আবু মেম্বার গ্রুপের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে কাউসার মোল্লা গ্রুপের ফরহাদ মিয়া লোকজন নিয়ে সোমবার সন্ধ্যায় আবু মেম্বারের গ্রুপের হাজিরহাটি গ্রামের বোরহান উদ্দিনকে (২৫) বেধড়ক মারধর করলে তার পা ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে সদর হাসপতালে নিলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতলে প্রেরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৭ জনকে আটক করে। তারা হলো হাজিরহাটি উত্তর লক্ষীপুরের মো. জীবন মিয়া (৬৫), ফরহাদ হোসেন (৫২), মোহাম্মদ আলী (৫৫),সবুজ মিয়া (১৮), সুলতান মিয়া (৬০), সোরাওয়ার্দী (৫২) ও  আ. খালেক (৬০)। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের অংশ হিসেবেই এ সংঘর্ষ। বর্তমান চেয়ারম্যান গ্রুপের আবু মেম্বার ও সাবেক চেয়ারম্যান গ্রুপের কাউসার মোল্লা রয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর