শিরোনাম
বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতা লেখায় মাদ্রাসা ছাত্রের চুল কর্তন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক কবিতা লেখায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার ছাত্র আবু তালহার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে এক দল দুর্বৃত্ত। এ ছাড়াও ওই ছাত্রকে হত্যার হুমকি দেওয়ায় সে পালিয়ে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমুড়া গ্রামে আশ্রয় নিয়েছে। আবু তালহা লেখাপড়ার পাশাপাশি বগুড়া সেনানিবাসের গলফ ক্লাবে কেডি (খেলোয়াড়দের ব্যাগ বহনকারী) হিসেবে কর্মরত। এ ঘটনায় তার পিতা আবদুল হালিম বগুড়ার শাহজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সোমবার বিকালে দায়েরকৃত অভিযোগে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ ও ওই মাদ্রাসা ছাত্রের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা আবদুল হালিমের পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মাদ্রাসা ছাত্র তালহার দাদা দারুজ্জামান মণ্ডল এবং তার এক চাচা মুক্তিযোদ্ধা।

সর্বশেষ খবর