বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মোরেলগঞ্জে জামায়াতকে চায় না বিএনপি!

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে জামায়াতকে চায় না বিএনপি!

বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনটি এবার জামায়াতকে ছাড়তে রাজি নয় স্থানীয় বিএনপি। আগামী নির্বাচনে নেতা-কর্মীরা ধানের শীষে ভোট দিতে চান। প্রসঙ্গত, ২০০১ ও ২০০৮ সালে জোটগতভাবে জামায়াতকে এ আসনটি ছেড়ে দেয় বিএনপি।

দলীয় সূত্র মতে, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এখানে জামায়াত-বিএনপির সম্পর্কের অবনতি হয়। জামায়াত ধীরে ধীরে প্রকাশ্য রাজনীতি থেকে দূরে সরে যায়। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন— যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের গ্রহণযোগ্যতা যথেষ্ট কমেছে। এ অবস্থায় বিএনপির ভোটই হতে হবে জামায়াতের ভরসা। তাই নিজ দলের প্রার্থীকে ভোট দিতে একাট্টা বিএনপির নেতাকর্মীরা।

এদিকে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোরেলগঞ্জ পৌরবিএনপির সভাপতি, সহসভাপতি; সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা কেন্দ্রে চিঠির মাধ্যমে জেলা বিএনপির সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপনকে এ আসনে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর