বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু বন্দুকযুদ্ধ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খালে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু বড়মিয়া বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত শেষ রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কয়েক দফায় এই বন্দুকযুদ্ধ হয়। এ সময় ৪ জিম্মি জেলে এবং ১টি ইঞ্জিনচালিত ট্রলার, ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বনদস্যুদের আটকে ওই এলাকায় কোস্টগার্ডের বিশেষ ৫টি টিমের অভিযান অব্যাহত রয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম ফরিদু্জ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের হরিণটানা খালে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বনদস্যু বড়মিয়া বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের কয়েক দফা বন্দুযুদ্ধ হয়। এক পর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ার। পরে ঘটনাস্থল থেকে ৯ রাউন্ড তাজা গুলি, ১টি ট্রলার ও অপহূত ৪ জেলেকে উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর